করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে বীজপুর থানার পুলিশ।

করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে বীজপুর থানার পুলিশ।

করোনার দৈনিক সংক্রমণের বাড় বাড়ন্তের কথা মাথায় রেখেই রাজ্য জুড়ে চলছে কড়া লকডাউন।করোনার দৈনিক সংক্রমণ রুখতেই নবান্নের তরফ থেকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।আর এই কড়া লকডাউনে বন্ধ রয়েছে সমস্ত গণ পরিবহন ব্যবস্থা।বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় এবং জরুরি জিনিসপত্রের দোকান খোলা রাখা হয়েছে। সমস্ত দোকানপাট এই লকডাউনে বন্ধ থাকায় কার্যত রুটি-রুজির মুখ দেখছেন না কিছু মানুষ।এমনই চিত্র খানিকটা বিজপুরের।বিজপুরের সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এবার উদ্যোগী হল বীজপুর থানার পুলিশ।বিজপুর পুলিশের এক মানবিক মুখ ফুটে উঠল। গতবছর লকডাউন চলাকালীন এমনই মানবিক রুপ দেখা গিয়েছিল বীজপুর থানার তরফ থেকে।এই বছরও দেখা গেল সেইরূপ। বিজপুর থানার আইসি ত্রিগুণা রায় বীজপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকার কিছু সাধারণ এবং দুস্থ মানুষের হাতে তুলে দিলেন অন্ন।কার্যত লকডাউনে না খেতে পাওয়া দুস্থ গরিব মানুষ অন্ন পেয়ে খুশি।সাধারণ দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে আপ্লুত আইসি ত্রিগুণা রায়।গোটা বিষয়টি নিজের হাতে সামলাচ্ছেন বীজপুর থানার আইসি ত্রিগুণা রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − 3 =