করোনা লকডাউনের কারণে বন্ধ ছিল তাঁত শিল্প, কারণ বীরভূমের এই তাঁতের কাপড় পাড়ি দেয় বিদেশের মাটিতে তায় করোনা লক ডাউনের কারণে সমস্ত কিছুই ছিল বন্ধ, যার ফলে কার্যত কর্মহীন হয়ে পড়েছিলেন বীরভূমের মাড়গ্রাম, বসোয়া, বিষ্ণুপুর গ্রামের তাঁত শিল্পীরা। জেলার এই কয়েকটি গ্রামেই রয়েছে বেশি সংখ্যক তাঁত শিল্পী, তারা বংশ পরম্পরায় করে আসছেন এই তাঁত বোনার কাজ। করোনার কারণে তাঁত শিল্প বন্ধ হয়ে পড়ায় অনিশ্চিত ভাবে জীবন যাপন করছিলেন তারা। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল, রেশনের সামগ্রী উপর ভরসা করে চলছিল সংসার। সামনেই দুর্গাপুজো, হাতেগোনা আর কয়েকটা দিন। পুজোর আগে বিগত বছর গুলির মত কাপড় বোনার অর্ডার পেয়েছেন, পাশাপাশি বেড়েছে মুজুরী বীরভূমের মাড়গ্রাম, বসোয়া, বিষ্ণুপুর এলাকার তাঁত শিল্পী দের। যার ফলে পুজোর আগে খুশির আমেজ তাদের মনে।