করোনা মোকাবিলায় এগিয়ে এলেন হাড়োয়া ফেরিঘাট জনকল্যাণ সংঘ

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন হাড়োয়া ফেরিঘাট জনকল্যাণ সংঘ

নিজস্ব সংবাদদাতা, ২জুন : হাড়োয়াতে এই প্রথম অক্সিজেন পরিষেবা দেওয়া হলো জনকল্যাণ সংঘের পক্ষ থেকে। বসিরহাট মহকুমা ,হাড়োয়া থানার সোনাপুকুর -শংকরপুর গ্রাম পঞ্চায়েতের নজর ফেরিঘাট এলাকায় অবস্থিত 2002 সালে স্থাপিত হাড়োয়া ফেরিঘাট জনকল্যাণ সংঘ। প্রত্যেকবারের মতো এবারেও তারা এগিয়ে এলেন সমাজসেবামূলক কাজে। যখনই মানুষ বিপদে পড়ে তখনই তারা ঝাঁপিয়ে পড়ে মানুষকে সাহায্যের জন্য ,এবরেও তার ব্যতিক্রম হল না।
করোনা মহামারীতে মানুষের যখন অক্সিজেনের ঘাটতি ,অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে এমন অসহায় পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এলো জনকল্যাণ সংঘ। তাদের হাতেই প্রথম তৈরি হলো অক্সিজেন পার্লার। আপাতত এখান থেকে চারজনকে অক্সিজেন দেওয়া হবে। আগামী দিনে যাতে তারা আরোও বেশি করে অক্সিজেন সাপ্লাই দিতে পারেন ,সেই চেষ্টাই চালাচ্ছে বলে জানালেন হাড়োয়া জনকল্যান সংঘের সভাপতি শরিফুল ইসলাম সেক্রেটারি ইসরাফিল মোল্লা, সহ-সভাপতি জাহাঙ্গীর আনসারী, প্রাক্তন সভাপতি ইউনুস আলী মোল্লা। এছাড়াও এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়িকা ঊষা রানী মন্ডল ,চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল, হাড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি বিমল মন্ডল, পরিবহনের কর্মধক্ষ্য আব্দুল খালেক মোল্লা, খাদ্যের কর্মধক্ষ্য শফিক আহমেদ, এবং মাদার পঞ্চায়েত সমিতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 4 =