করোনা সংক্রমণ অব্যাহত রয়েছে জলপাইগুড়ি শহরে।
এদিন মোট ১০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে পুরসভা সূত্রে খবর। উল্লেখ্য, ইতিমধ্যে জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এদিনও সকলকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। উপসর্গ দেখা দিলে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের পাশাপাশি আরটিপিসিয়ার করার কথা বলেন সৈকত। কীটের মাধ্যমে টেস্ট করলেও তা আরটিপিসিয়ার করার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি, কেননা সেটি অনলাইন হওয়া খুব প্রয়োজন। অন্যদিকে আজ ভ্যাক্সিনেশনের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ শুরু হয়েছে এবং পুরসভার ৮ ও ১০ নম্বর ওয়ার্ডে ষাট ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হয়। রোটেশনালি প্রতিটি ওয়ার্ডে এই প্রক্রিয়া চলবে বলে জানান তিনি। পাশাপাশি ১৮ বছর বয়স্কদের ঊর্ধ্বে বুস্টার ডোজ আগামীকাল ও পরশু থেকেই দেওয়ার কাজ শুরু হবে। এদিনও আক্রান্ত বিভিন্ন ওয়ার্ডে জীবনমুক্ত করার কাজ করা হয় জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে।