করোনা সংক্রমণ নিয়ে বাজারে বাজারে গিয়ে মানুষকে সচেতন করলেন ক্যানিং পশ্চিম এর বিধায়ক পরেশ রাম দাস।
আজ ক্যানিং থানার তালদি বাজার,ক্যানিংয়ের হসপিটাল মোড় ও ক্যানিং বাজারে মাস্ক পড়া নিয়ে সচেতন করেন।পাশাপাশি কয়েকজনের মুখে মাস্ক পরিয়ে দেন।এছাড়া আগামী সোম, মঙ্গল,ও বুধবার তালদি ও সাতমুখী বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ক্যানিং ১ নং ব্লক প্রশাসন ও বাজার সমিতি।