করোনা সাথে বিধ্বংসী ঘূর্ণিঝড়,হেল্পলাইন নম্বর চালু করল বসিরহাট বিধায়ক।
বসিরহাট মহকুমার বসিরহাট দক্ষিণ বিধানসভার চিকিৎসক বিধায়ক সপ্তর্সী ব্যানার্জি, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র,সমীক রায় অধিকারী সহ বসিরহাট পৌরসভা সমস্ত তৃণমূলের কাউন্সিলর রবিবার সকাল থেকে নতুন শপথ নিলেন।একদিকে যশের আগমনে সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যবাসী।অন্যদিকে, করোনা আক্রান্ত পরিবারের পাশে সবরকম পরিষেবা দিতে পৌঁছে যাচ্ছেন বাড়িতে।পৌরসভার বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কমিউনিটি কিচেনও।খাবার নিজেরাই রান্না করছেন।খাবার তালিকায় থাকছে ভাত ডাল ডিম।এছাড়াও বাচ্চাদের শুকনো খাবার, গুঁড়োদুধ বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন রাজ্য নেতা ও বিধায়ক।প্রতিদিন বসিরহাট ১৫ নম্বর ওয়ার্ড মির্জাপুর কমিউনিটি কিচেন খুলে মানুষের পরিসেবা দেওয়া হচ্ছে।যতদিন লকডাউন চলবে প্রতিদিন প্রায় ৬০০ জনকে তৈরি করা এবং প্যাকেট বন্দি খাবার পৌঁছে দেবেন বাড়ি বাড়ি।সাথে পৌঁছে দেওয়া হবে মাস্ক, স্যানিটাইজার, ভিটামিন ওষুধ।অন্যদিকে ধেয়ে আসছে বিধ্বংসী ঝড় যশ।ঝড়ে বিধ্বস্ত পরিবার এই পরিষেবা পাবে সম্পূর্ণ বিনামূল্যে বিশেষ করে যারা যশের আতঙ্কে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।ঝড়ের আতঙ্কে ঘর ছাড়াদের কথা মাথায় রেখেই তাদের এই পরিকল্পনা।সব মিলিয়ে একদিকে করোনা আক্রান্ত পরিবার অন্যদিকে দুর্গতদের পাশে দাঁড়াতেই রবিবার এমনই উদ্যোগ নিলেন তারা।দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বরও।৭৯০৮৮২২৫৩৬,৯৮৫১৪৪৬৮১৯।এই নম্বরে ফোন করলেই সাহায্য নিয়ে বাড়িতে পৌঁছে যাচ্ছেন স্বয়ং রাজ্য নেতা ও বিধায়ক।