করোনা স্বাস্থ্যবিধি মেনে মনব সামজ সেবা সংস্থার উদ্যোগে ঈদ পালন।
করোনা সংক্রমণের দৈনিক বৃদ্ধিতে এবারেও অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে ঈদ।বসিরহাট মহকুমার প্রাচীন শাহি মসজিদ,মাওয়লানাবাগ, আমিনিয়া মাদ্রাসায় সকাল থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে সামাজিক দূরত্ব বিধি মেনে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের নামাজ পড়লেন।তাৎপর্যপূর্ণ, বাদুড়িয়া মনব সামজ সংস্থা চাতরা সংখ্যালঘু উন্নয়ন কমিটির সম্পাদক মফিজুর রহমান মুসলিম সম্প্রদায়ের ছোট থেকে বড় সবাইকে স্যানিটাইজার ও মাস্ক পড়িয়ে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার বার্তা দিলেন। ঈদ হল মিলনের উৎসব সত্ত্বেও নামাজের শেষে স্বাস্থ্যবিধি মেনে হাতে হাত মেলানো ও আলিঙ্গন করা করোনা অতিমারীর কারণে এবারের জন্য বন্ধ রাখা হয়।
তবে ঈদ উপলক্ষে অনাথ ও দুস্থ ভবঘুরেদের দোকানে নিয়ে গিয়ে নতুন বস্ত্র দেওয়া হয়।এছাড়াও করোনা অতিমারীর কারণে ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে। সেই সংকট পূরণে আগামী দিনে বা কুরবানী ঈদে রক্তদান শিবির করার পরিকল্পনার কথা জানালেন সম্পাদক মফিজুর রহমান।এই পবিত্র পরবে সঙ্গে ছিলেন এমাম বাকবুল মন্ডল সাহেব, মসিউর রহমান রাজু সহ অনেকে।