কর্তব্যরত অবস্থায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ট্রাফিক পুলিশের। এদিন সকালে ১৬ নং জাতীয় সড়কে কুলগাছিয়ার শ্রীরামপুরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃত ট্রাফিক পুলিশ কর্মীর নাম সোমনাথ রায়, বাড়ি হাওড়ার সাঁকরাইল থানা এলাকায়। মৃত ট্রাফিক পুলিশ কর্মী উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্তব্যরত ছিলেন। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সোমনাথ রায় শ্রীরামপুরে ট্রাফিকের ডিউটিতে যোগ দেন। সূত্রের খবর, ডিউটিতে যোগ দেওয়ার ছবিও নিয়ম অনুযায়ী তিনি পাঠান উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এরপরেই একটি বেপরোয়া গাড়ি তাঁকে ধাক্কা দেয় এবং তিনি ছিটকে পড়েন রাস্তার ধারে। তাঁকে ধাক্কা মেরে গাড়ি চালক পালিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই ট্রাফিক পুলিশ কর্মীকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা ওই ট্রাফিক পুলিশকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে কী ভাবে ঘটল এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।