কলকাতায় ফের বিপুল নগদ উদ্ধার। শুক্রবার বিকেলে পোস্ট অফিস থেকে ৫০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধরা পড়েছে বাবা ও ছেলে। তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়ার পরিকল্পনা করছেন।গ্রেপ্তার
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকেলে পোস্তা এলাকার ১০ দিগম্বর জৈন মন্দির রোডে একটি বাড়িতে তল্লাশি চালায় আধিকারিকরা। সেখানে বিপুল নগদ টাকাসহ আনোয়ার হোসেন মোল্লা ও মোস্তাকিন মোল্লাকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা পিতা-পুত্র বলে জানা গেছে। তাদের কাছ থেকে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পুরো পরিমাণ ছিল ৫০০ টাকার নোটে।
পুলিশ জানিয়েছে, ধৃতরা দক্ষিণ ২৪ পরগনার কাশিপুরের চণ্ডিহাটের বাসিন্দা। কোথা থেকে এত টাকা পেল তার কোনো নথি দেখাতে পারেনি তারা। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাবা-ছেলে হাওলার টাকা নিচ্ছিলেন। তখনই পুলিশের হাতে পড়ে যায় তারা। বড়বাজার এলাকায় অনেকেই হাওলার টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করেন। বিনিময়ে তারা সামান্য পারিশ্রমিক পায়। তারা প্রতি 1 লাখ টাকার জন্য ২০০-২৫০ টাকা পাওয়ার অধিকারী।
টাকা উদ্ধারের পর ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার তাদের আদালতে হাজির করে হেফাজত চাইবেন তদন্তকারীরা।