শনিবারের সন্ধ্যায় যুবভারতী গর্জে উঠেছিল। আইএসএল ডার্বি নিয়ে মেতে ছিল ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান সমর্থকরা। খেলার পর শেষ হাসি টা হাসল সবুজ মেরুন জনতা। যুবভারতীর রঙ আবারও সবুজ মেরুন।তবে এত ভালো দিনেও যুবভারতী সাক্ষী থাকল এক মর্মান্তিক দুর্ঘটনার।কলকাতা ডার্বি দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সমর্থকের।জানা গিয়েছে, তিনি বাগুইহাটির বাসিন্দা।
ওই ব্যক্তির নাম জয়শঙ্কর সাহা। বাগুইআটির দেশবন্ধু নগরের বাসিন্দা। বয়স ৩৪ বছর।তিনি ঐ সময় ইস্টবেঙ্গল গ্যালারিতে বসেছিলেন,যুবভারতীতে ম্যাচ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে গ্যালারিতে থাকা পুলিশ কর্মীরা জয়শঙ্করকে সাহায্য করতে এগিয়ে আসে। অসুস্থ জয়শঙ্করকে পুলিশের তরফে তড়িঘড়ি সল্টলেকের আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ডাক্তাররা অনেক চেষ্টা করেও জয়শঙ্করকে বাঁচাতে পারলেন না। প্রথমার্ধের খেলা চলাকালীন ১৫ মিনিটের মাথায় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৯টা বেজে ৭ মিনিটে হাসপাতালের চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেই অনুমান করছেন চিকিৎসরা।মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করছেন দুদলের সমর্থকরাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − twelve =