কলকাতা থেকে মুর্শিদাবাদ ফিরছিলেন, বর্ধমানে পথ দূর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৫।
শুক্রবার ভোরে বর্ধমানের কামনাড়া এলাকায় দূর্ঘটনাটি ঘটে। মৃতরা হলেন রাসেদ সেখ(৬০), সায়েনুর খাতুন(১৭), সোনালী খাতুন(১৯), সায়ন সেখ(৩), আরিয়ান সেখ(৬)।মৃতদের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানার সোদপাড়া এলাকায়। ঘটনায় জখম হয়েছেন ছয়জন।স্থানীয়সূত্রে জানা গেছে, একটি চারচাকার গাড়ি করে ১১ জন যাচ্ছিলেন। ভোরবেলা বর্ধমান কাটোয়া রোডের কামনাড়া এলাকায় তাদের গাড়িটি একটি ডাম্পারে ধাক্কা মারে। বাকিরা গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
