কলকাতা পুরসভা ভোট লুট ও সন্ত্রাসের অভিযোগে রাজ্য জুড়ে চলছে বিজেপির প্রতিবাদ মিছিল।
কলকাতা কর্পোরেশন নির্বাচনে তৃণমূল সরকার এবং পুলিশ গণতন্ত্রের নামে প্রহসন চলছে গণতন্ত্রের নামে নোংরা খেলা চলছে তারই প্রতিবাদে রাজ্যজুড়ে রাস্তা অবরোধের ডাক দেয় রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সেই মতই এদিন উত্তর 24 পরগনা জেলার হাবরা এক নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় যশোর রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের অভিযোগ কলকাতা পৌরসভা যথাযথভাবে পৌর নির্বাচন হয়নি তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল এর ডাক দেয় বিজেপি। সেইমতো এদিন বিজেপি নেতা কর্মীরা প্রায় আধা ঘণ্টা যশোর রোড অবরোধ করে।
অপর দিকে ,কোলকাতা পৌর নির্বাচনে ভোট লুটের সন্ত্রাসের প্রতিবাদে রাণাঘাট কোট মোড় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের।
এদিকে ,কলকাতা পুরসভা ভোট লুট ও সন্ত্রাসের অভিযোগ তুলে পথে নামলো বর্ধমান জেলা বিজেপি নেতৃত্ব। সন্ত্রাসের অভিযোগ তুলে বর্ধমানের বিরহাট তে পথ অবরোধ করলো বিজেপি বর্ধমান জেলা নেতৃত্বরা।
