সমস্ত স্তরের পুলিশ কর্মীদের ইউনিফর্ম অ্যালাউন্স দেওয়া হবে।পুলিশ দিবসের আগে, বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা, সেখানেই এই ঘোষণা করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি রয়েছে। তাতে যে আবেদন জানানো হয়েছিল সেই অনুযায়ীই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি জানিয়েছেন, গতকালই আবেদনগুলি হাতে পান। তার পর আজই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন।
এ ছাড়াও তিনি আরও জানান ,কলকাতা পুলিশের গাড়িচালকেরা এতদিন ১১ হাজার ৫০০ টাকা বেতন পেতেন। রাজ্য পুলিশের গাড়িচালকেরা পেতেন ১৩ হাজার ৫০০ টাকা। সেই ব্যবধান কমিয়ে যথাক্রমে ১৩ হাজার ৫০০ এবং ১৫ হাজার টাকা করার কথা বলেন মমতা। ঠিকা হিসেবে যাঁরা চালকের কাজ করেন, তাঁদের স্থায়ী ভাবে নিযুক্তিতে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি।