কলিগ্রামে শুরু সুপ্রাচীন মহরম,খাটুলির দিনে পুলিশ নিরাপত্তায় চললো মিছিল

কলিগ্রামে শুরু সুপ্রাচীন মহরম,খাটুলির দিনে পুলিশ নিরাপত্তায় চললো মিছিল

প্রশাসনিক বিধি মেনে অস্ত্র ছাড়াই ঐতিহাসিক মহরমের মিছিল পরিক্রমা করলো এলাকাবাসী। পবিত্র মহরম উপলক্ষ্যে রবিবার মালদহের চাঁচল থানার কলিগ্রামে অষ্টমীর দিনে খাটুলির মিছিল পরিক্রমা করা হয়। মুসলিম অধ্যুষিত এলাকার আট থেকে আশি প্রায় কয়েক হাজার মানুষ খাটুলি মিছিলে অংশ নেন।প্রতিবারের মতো এবারও ড্রাম,ঢল ও কোরকা-বাঁশি বাজিয়ে মিছিল চলে।রবিবার সকাল নটা থেকে মিছিল শুর হয়ে আশাপুর রাজ্য সড়ক ধরে নিমতলা-ইমামবাড়ী পৌঁছায়।সেখান থেকে খাটুলী মাথায় নিয়ে জিন্দপীরের উদ্দেশ্যে বের হয় খাটুলী।চৌরঙ্গী মোড় হয়ে সোজা জিন্দপীরের মিছিল ঘুরে ফুটবল মাঠে পৌঁছায় দল।পরে আবার পুনরায় মিছিল ফিরে যায়।মিছিলে ছিলপুলিশি কড়া নিরাপত্তা।মিছিল পরিক্রমা চলাকালীন গ্রামের রুট গুলিয়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ।পুলিশ জানিয়েছে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে অষ্টমীর মহরম মিছিল।মঙ্গলবার ফের মহরমের দশমীর দিন মহামিছিল করা হবে কলিগ্রাম মহরম কমিটির তরফে।
এদিনের মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খাঁন ও গোটা মিছিলটি পরিচালনা করেন কলিগ্রাম মহরম কমিটির সম্পাদক মোহাম্মদ চিরাগ হোসেন।তিনি বলেন,কলিগ্রামের মহরম সুপ্রাচীন।প্রতিবছর মহরম মাসের অষ্টম দিনে খাটুলী নিয়ে মিছিল করা হয়।এবারো একই নির্বিঘ্নে মিছিল সম্পন্ন হয়েছে।মঙ্গলবার ফের দশমীর দিন শোভাযাত্রা করা হবে।সেদিন তাজিয়া সহ আরোও বিশেষ আকর্ষিত জিনিস থাকবে।পুলিশি নিরাপত্তায় আমরা বেজায় খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + nineteen =