কলেজ ক্লাস রুমে ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানীর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে পতিরাম কলেজে । ঘটনার পরেই অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। বসানো হয়েছে বিভাগীয় তদন্ত কমিটি। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। অবশ্য নির্যাতিতা ছাত্রীর পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ছাত্র সংসদের পক্ষ থেকে বলা হয়েছে লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনে নামবে তারা। মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের এমন আচরনে স্তম্ভিত পতিরামের সাধারণ মানুষ।