কল্যাণীতে বৈদ্যুতিক তারে হুক মারতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।
বৈদ্যুতিক তারে হুক মারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির বছর পঁয়ত্রিশের হরিহর মুর্ম্মু । ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিট নাগাদ নদীয়া জেলার কল্যাণী থানার অন্তর্গত A5 বীর সিধু কানহু আদিবাসী পাড়ায়। পরিবার সূত্রে জানা যায় নিজের বাড়ির বিদ্যুতের হুক মারতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। নিজের বাড়ির বৈধ কাগজপত্র নেই তাই সরকারিভাবে বৈদ্যুতিক মিটার সংযোগ এর অনুমতি মেলেনি হরিহরের। ফলে বৈদ্যুতিক তারে হোক মেরে বাড়ির বৈদ্যুতিক আনুষঙ্গিক ব্যবহার করত। মঙ্গলবার সকালে বাড়িতে কেউ ছিল না। ঠিক সেইসময় হুক মারতে গেলে হুকের তার মাঝখান থেকে ছিড়ে তার বুকের উপর পরে, তখন বৈদ্যুতিক তারে হোক মারা সম্পূর্ণ হয়েছিল, আর তাতেই বিদ্যুৎ পিষ্ট হন হরিহর। দীর্ঘক্ষন বিদ্যুৎপৃষ্ঠ অবস্থায় পড়ে থেকে তাঁর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে। খবর দেওয়া হয় কল্যাণী থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।এরপর তার মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয় কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পুলিশকে।