কল্যাণী এমস চালু হল ই সঞ্জীবনী অ্যাপ
দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমন, করোনা মহামারীতে বিশেষভাবে চিকিৎসা দিতে এবার এগিয়ে এলো কল্যাণী এমস। এমস কর্তৃপক্ষ একটি অ্যাপ করেছে যার মাধ্যমে রেজিস্ট্রেশন কড়িয়ে টেলি মেডিসিন অর্থাৎ চিকিৎসা করতে পারবেন করোনা আক্রান্ত রোগী থেকে অন্যান্য সাধারণ রোগীরা পাশাপাশি ডাক্তারদের পরামর্শ নিতে পারবেন টেলিমেডিসিনের মাধ্যমে এবং সবশেষে প্রেসক্রিপশন চলে যাবে একদম রোগী বা তার আত্মীয়দের মোবাইল অ্যাপে। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে পরিষেবা দিতে একেবারে বিনামূল্যে এই ব্যবস্থা করেছে এমস কর্তৃপক্ষ। এই মাধ্যমে প্রায় কুড়ি জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন যারা সরাসরি টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ দেবেনয রোগীদের। একটি হলো ই সঞ্জীবনী এর মাধ্যমে উপকৃত হবেন সারা রাজ্যের মানুষ ।