কল্যাণী পুলিশের সাফল্য, গয়েশপুরে প্রাক্তন পুলিশ কর্মী খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার।
গত ২০শে মে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাড়ির সামনে গুলি করে খুন করা হয় প্রাক্তন পুলিশকর্মী জনার্দন কর্মকারকে। তদন্তে নেমে সেই রাতেই জনার্দন বাবুর ভাইপো দেবাশীষ কর্মকার ও অভিজিৎ মুখার্জিকে গ্রেপ্তার করেছিল কল্যাণী থানার পুলিশ, ১০ দিনের পুলিশ হেফাজতে নিয়ে উদ্ধার হয় খুনে ব্যবহৃত স্কুটি ও গ্রেপ্তার হয় স্কুটি চালক। সানি জেরায় খুনের কথা স্বীকার করে দেয়। দেবাশীষ কর্মকার ভাইপো তিনিও পুলিশকর্মী তবে খুনে ব্যবহৃত ৭এম এম অত্যাধুনিক পিস্তল কোথা থেকে বা কীভাবে তিনি পেয়েছিলেন এখন তার তদন্ত শুরু। আজ রানাঘাট জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান।