কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজ সাড়ে ৯০০ কর্মীর টিকাকরণ
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজ সাড়ে 900 কর্মীর টিকাকরণ শুরু হলো এবং আগামীকাল অর্থাৎ এই দুদিন চলবে টিকাকরণ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরকে অনুরোধ করা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের জন্য জরুরী পরিষেবা চালু করতে এবং আরোও অনুরোধ করা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মীর যাতে বিশ্ববিদ্যালয়েই টিকাকরণ সম্পন্ন হয় । রাজ্য স্বাস্থ্য দপ্তর চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে টিকাকরণ এর ব্যবস্থা করে দেন। কল্যাণী জে. এন. এম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এই ব্যবস্থা করে। বর্তমানে হোস্টেল গুলিতেই শুধুমাত্র ছাত্রছাত্রীরা আসছে না। পরবর্তীকালে ছাত্র-ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্তদের জন্য অনুরোধ করা হবে স্বাস্থ্য দপ্তরকে টিকা করনের জন্য। রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের এই ব্যবস্থায় খুশি হয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।