কল্যাণী ব্লকের চান্দুড়িয়ায় ভয়াবহ আগুন
গতকাল দুপুর বারোটা টা নাগাদ চাকদা সান্যাল চর, বালাপাড়া পংকজ বৈদ্যর বাড়িতে হঠাৎই দাও দাও করে আগুন জ্বলতে থাকে ৷আগুন দেখে পাড়া-প্রতিবেশীরা বালতি নিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ,কিন্তু কোনভাবেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিল না ৷ সবশেষে ঘটনাস্থলে চাকদহ দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায় ১৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে ,রান্নাঘর সহ গোটা বাড়ি পুড়ে ছাই ৷ঘরের আসবাবপত্র থেকে টিভি শোকেস আলমারি কোন কিছুই বেচে নেই মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে ওই বাড়ির ৷আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন বাড়ির মালিক পঙ্কজ বৈদ্য৷ পঙ্কজ বৈদ্যর বৃদ্ধা মা প্রতিদিনের মত আজও কাঠের উনুনে রান্না করছিল ,রান্না করতে করতে হঠাৎ জামাকাপড় বাইরে মেলতে যায়, পিছন ঘুরে সেই বৃদ্ধা দেখে তার বাড়ি ঘর দাউদাউ করে জ্বলছে ৷ দমকল কর্মীদের প্রাথমিক তদন্তে উঠে এসেছে রান্না করা কাঠের উনুন থেকেই আগুনের ফুলকি হয়তো বাড়িতে ছিটকে যায় ,আর তার থেকেই এই বিপত্তি ৷ গ্রামের মধ্যে গোটা একটা বাড়ি পুড়ে ছাই হওয়াতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি৷
