কল্যাণী সীমান্ত স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ ভেন্ডারদের

কল্যাণী সীমান্ত স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ ভেন্ডারদের

ভোরের ০৫:০২ মিনিটের ডাউন কল্যাণী সীমান্ত – শিয়ালদা লোকাল চালানোর দাবিতে কল্যাণী সীমান্ত স্টেশনে বিক্ষোভ ভেন্ডারদের। সকাল ৬টা থেকে প্রায় ২০ মিনিট শিয়ালদহ – কল্যাণী সীমান্ত শাখার কল্যাণী সীমান্ত ব্রাঞ্চ স্টেশনে বিক্ষোভ দেখান ভেন্ডার যাত্রীরা। ভেন্ডারদের দাবী আগের মতন নিয়ম করে ভোরের ৫:০২ মিনিটের ডাউন কল্যাণী সীমান্ত – শিয়ালদহ লোকাল ট্রেন চালাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 1 =