কল্যাণীতে এসে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি।
“দলীয় প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যেসব ব্যক্তি প্রার্থী হয়েছেন তাঁরা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে দলীয় প্রার্থীকে সমর্থন করার কথা না জানালে তাঁদের বিরুদ্ধে দল সিদ্ধান্ত নেবে” বলে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় হুঁশিয়ারি দিলেন। নদীয়ার কল্যাণীতে এদিন সন্ধ্যায় আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের উদ্বুদ্ধ করতে তিনি এক বৈঠকে মিলিত হন। পরে সাংবাদিকদের কাছে পার্থ বাবু জানান, রাজ্যের ১০৮ টি পুরসভা নির্বাচনেই পুরসভা ভিত্তিক নির্বাচনী ইশতেহার যেমন প্রকাশ করা হবে, তেমনি জেলাগতভাবে ইশতেহার প্রকাশ করা হবে।
পার্থবাবুর অভিযোগ, বিরোধীরা তাঁদের দুর্বলতা ঢাকতে না পেরে কেবল সন্ত্রাসের অভিযোগ করছে। তাঁরা নির্বাচনে প্রার্থী দিতে না পারলেও আদালত এবং নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করছে। অথচ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উন্নয়নে সামিল হয়েছে। প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়ে প্রার্থীদের প্রচার করতে বলা হয়েছে। প্রয়োজনে তাদের ডায়েরি মেইনটেইন করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।