কাঁকসার মলানদীঘি গ্রামে এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলকায়।
বাড়ির মালিক পার্বতী চরণ মুখার্জি জানিয়েছেন বাড়ির অনুষ্ঠানের জন্য বর্ধমানে আত্মীয়দের নিমন্ত্রন করতে পরিবারের সকলে মিলে বের হন গত বৃহস্পতিবার। শনিবার সকালে বাড়িতে চুরির খবর পেয়ে ছুটে আসেন বাড়ির সকলে। তিনি জানিয়েছেন তিন তলা বাড়ির তিনটি আলমারি ভেঙে পড়ে ১১ভরি সোনার গহনা ও নগদ প্রায় ৬০হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুস্কৃতিরা। চুরি হওয়া গহনার মধ্যে বাড়ির মন্দিরের মা দুর্গার প্রায় পাঁচ ভরি গহনা চুরি গেছে বলে জানিয়েছেন তিনি। পুলিশকে খবর দেওয়া হলে মলানদীঘি পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করে।