শিয়ালদা জিআরপির পক্ষ থেকে এবং স্থানীয় থানার উদ্যোগে কাঁকিনারা রেললাইন সংলগ্ন স্থানে এদিন ফের বোম স্কোয়াড এবং ডগ স্কোয়াড।তল্লাশি চালানো হলো গোটা এলাকা।উল্লিখিত, কালীপুজোর সময় বোমার আঘাতে নিহত হয়েছিলেন একজন বালক এবং আহত হয়েছিলেন অপর একজন বালক। তারপরেই নড়েচড়ে বসেছিল স্থানীয় প্রশাসন এবং রেল পুলিশ। এর আগেও পুলিশের তরফ থেকে উদ্যোগী হয়ে ডগ স্কোয়াড এবং বোম স্কোয়াডকে নিয়ে কাঁকিনারা রেললাইন সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হয়েছিল। আজকে ফের চালানো হলো কাঁকিনারা জগদ্দল সংলগ্ন রেললাইন এলাকা গুলিতে তল্লাশি।