কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হলো এক মৎসজীবীর

সুন্দরবনের ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হলো এক মৎসজীবীর।মৃতের নাম বিষ্ণুপদ মিস্ত্রি।স্থানীয় সূত্রে খবর বুধবার সকালে ঝিলা ২নং জঙ্গল তিনজন মৎসজীবী সাতজেলিয়ার আনন্দপুর থেকে কাঁকড়া ধরতে গিয়েছিল।হটাৎ সকাল ৮টা নাগাদ যখন তাঁরা কাঁকড়া ধরার জন্য দোন ফেলেছিল সেই সময় জঙ্গল থেকে একটি বাঘ লাফিয়ে নৌকায় উপর পড়ে বিষ্ণুপদ ঘাড়ে ধরে তার সঙ্গে থাকা অপর দুই সঙ্গী তড়িঘড়ি নৌকার হাল নিয়ে বাঘের দিকে তেড়ে গেলে বাঘটি বিষ্ণুপদকে ছেড়ে আবার জঙ্গলের দিকে চলে যায়।সঙ্গে সঙ্গে সঙ্গীরা তাঁকে আশঙ্কা জনক অবস্থায় গ্রামের দিকে আনার পথে মৃত্যু হয় ওই মৎসজীবীর।এলাকায় খবর পৌঁছতে শোকের ছায়া নেমে পড়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − one =