কাঁচরাপাড়া ৮ নং ওয়ার্ডে সকাল থেকে রয়েছে অঙ্কন প্রতিযোগিতা এবং আগামীকাল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ; উপস্থিত ছিলেন সুভাশিষ সিংহ রায়, ৮ নং ওয়ার্ডের পৌর পিতা ও একাধিক নেতৃত্ত্ব গণ এছাড়াও ২০০ জনের ওপর দর্শনার্থী, আগামী দিন এরম আরো সাংস্কৃতিক অনুষ্ঠানের হবে বলে জানায় ৮ নং ওয়ার্ডের পৌর পিতা, সুভাশিষ সিংহ রায়।