কাঁথি সমবায় ইউনিয়নের সভাপতি পদ থেকে অপসারিত হলো শুভেন্দু অধিকারী।
কাঁথি সমবায় ইউনিয়নের সভাপতি পদ থেকে অপরাসারণ করা হলো সভাপতি শুভেন্দু অধিকারীকে। দীর্ঘ ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কার্যকালে শুভেন্দু অধিকারী এই সভাপতি পদে আসীন ছিলেন। ইউনিয়নের মোট ১৫ সদস্য দের মধ্যে ১৪ জনের সর্ব সম্মতি ক্রমে শুভেন্দু অধিকারী কে অপসারণ করা হলো। ১৯.০৭.২১ অপসারণ করা হোক সভাপতিকে এমন আবেদন করেছিলেন ১২ জন ডিরেক্টার, সেই মূলেই সমবায় আইন মেনে বৈঠক হয়। এবং ২রা আগস্ট সভা আয়োজন করা হয়। এদিনের বৈঠকে শুভেন্দু অধিকারী ছাড়া বাকি ১৩ জন উপস্থিতি ছিল। এর মধ্যে ১ জন ডিরেক্টার ফোনে অপসারণের সম্মতি দেন।
জানা যাচ্ছে, গত ৬টি বৈঠকে শুভেন্দু অধিকারী যোগদান করেননি তাই সকল সদস্যদের সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্তে এই বহিস্কার।
এই ইউনিয়নের সব রাজনৈতিক দলের নেতৃত্ব উপস্থিত ছিলো। কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক এই সমবায় পরিচালনা সংগঠন । সমবায়ের আইন মেনে কয়েকদিনের মধ্যেই কাঁথি ইউনিয়নের নতুন সভাপতি নির্বাচিত হবে।