পুরাতন মালদায় তৃণমূল কাউন্সিলরের হার্ডওয়ারের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনার কিনারা করল মালদা পুলিশ। উল্লেখ্য, গত শনিবার মাঝরাতে মালদহের পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মৌলপুর গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় হার্ডওয়ারের দোকানের চালা কেটে নগদ কুড়ি হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। এরপরই ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা সকালে দোকান খুলতেই তার চক্ষু চরক গাছ।
এদিকে চুরির ঘটনার পর মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কাউন্সিলর। পাশাপাশি মালদা থানার পুলিশ লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেন। এরপরই সোমবার রাতে ওই দুষ্কৃতী পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় ঘোরাঘুরি করছিল সে সময় মালদা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দ্রুত দুষ্কৃতীদের নাম উত্তম মন্ডল (২১) অবশেষে মঙ্গলবার ধৃত দুষ্কৃতিকে মালদা জেলা আদালতে পেশ করেন মালদা থানার পুলিশ। পাশাপাশি পুলিশের এই সাফল্যে সাধুবাদ জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − six =