কাকদ্বীপে নৌকাডুবি।
নিম্নচাপের ভরা কটালের জলোচ্ছ্বাসের ধাক্কায় ডুবল নৌকো। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। স্থানীয় সূত্রে খবর, কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচাতে বাঁধা ছিল নৌকা।কিন্তু ঘূর্ণিঝড় না আসলেও জলোচ্ছ্বাসের ধাক্কায় ভেঙে যায় নৌকার কাঠের পাটাতন। এর পরেই ধীরে ধীরে ডুবতে থাকে নৌকাটি। যদিও নৌকায় কোন যাত্রী না থাকায় কোনো হতাহতের খবর নেই।