কাচা বাদাম গানের সুরে করোনা সচেতনতার বার্তা সাঁইথিয়া পথপ্রদর্শকের শিশু শিল্পীর

কাচা বাদাম গানের সুরে করোনা সচেতনতার বার্তা সাঁইথিয়া পথপ্রদর্শকের শিশু শিল্পীর

শীত জাঁকিয়ে পড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা l তাই করোনাকে ঠেকাতে রাজ্য সরকারের নির্দেশ মতো বীরভূম জেলায় আংশিক লকডাউন চলছে l সকাল ৬ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বাজার হাট খোলা থাকলেও করোনা বিধি অনেকেই মানছেন না l জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করেই বাজার হাটে কিংবা পথচলতি অনেক মানুষের মুখে নেই মাস্ক ,নেই সামাজিক দূরত্ব বিধিও l তাই বীরভূমের সাঁইথিয়ায় সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল পথপ্রদর্শক নাগরিক মঞ্চের সদস্যরা l আর সেই সাথে মাস্কহীনদের হাতে তুলে দিচ্ছেন মাস্ক l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 13 =