কাজের দাবিতে কারখানার গেটের সামনে বিক্ষোভ শ্রমিকদের
কাঁকসার তেলিপাড়া গ্রামে একটি বেসরকারি কারখানার গেটের সামনে শুক্রবার সকাল থেকে কাজের দাবিতে বিক্ষোভে সামিল হন । তৃণমূল শ্রমিক সংগঠনের শ্রমিকদের দাবি তারা অধিকাংশ শ্রমিক ১০ থেকে ১২ বছর ধরে ওই কারখানায় শ্রমিকের কাজ করছেন। করোনার সময় প্রায় তিন মাস কাজ বন্ধ ছিল। কারখানা কর্তৃপক্ষ কোনভাবেই তাদের কোনরকম আর্থিক সহযোগিতা করেনি। বর্তমানে বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে কারখানায় কাজ করানো হচ্ছে। এবং স্থানীয় গ্রামের তাদের ৩৩ জন শ্রমিককে ৬ জন করে ধারাবাহিকভাবে বদল করে কাজ করানো হচ্ছে। এর ফলে এক এক জন শ্রমিকের কাজ পেতে প্রায় দু মাস সময় লেগে যাচ্ছে।
এই বিষয়ে পুলিশ প্রশাসন থেকে উচ্চ নেতৃত্ব সকলকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো রকম সুরাহা হয়নি তাদের। ফলে তাদের দৈনিক কাজ না দেওয়া হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।