কাজ শেষে ফিরছিলেন বাড়ী, পথদুর্ঘটনায় মৃত্যু রাণাঘাটের যুবকের।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে। সূত্রের খবর, রানাঘাটের বাসিন্দা তপু সাহা নামে এক যুবক বুধবার রাতে কাজ শেষে বাড়ী ফিরছিলেন।সেই সময় কোর্টমোড় সংলগ্ন এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি লড়ি তার বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তড়িঘড়ি স্থানীয়রা ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।ঘাতক লরিটি আটক করেছে পুলিশ।