কাজ হারিয়ে জঙ্গলে ঘর বাঁধলেন তাঁত কর্মী ।
লকডাউনে কাজ হারিয়েছেন তাঁত কর্মী তারক দেবনাথ। দীর্ঘদিন ভাড়া দিতে না পারায়, অবশেষে বাড়িওয়ালা তাড়িয়ে দেয় তাকে ।অবশেষে জঙ্গলেই ঘর বাঁধলেন তিনি। স্ত্রী , কন্যা ও দুমাসের পুত্র সন্তানকে নিয়ে নবদ্বীপ ধাম স্টেশন এর ৪ নম্বর প্ল্যাটফর্মের পরিতক্ত কিছু জঙ্গল রয়েছে সেখানেই ঘর বেঁধেছেন তারক দেবনাথ ও জাহানা।কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য আর যখন যেরকম কাজ জুটিয়ে কোনরকমে সংসার চালাচ্ছেন তারক ও তার পরিবার। লকডাউনে তারকের মতন অনেক তাঁত কর্মী কাজ হারিয়েছেন কেউ কেউ সরকারি সাহায্য পেলেও তারকের কপালে তা জোটেনি। হাজার টাকায় ভাড়া থাকতেন ধাত্রী গ্রামের এক বাড়িতে গত লকডাউন থেকেই ঠিকমতন তাঁতের কাজ পাচ্ছিলেন না, আর এবার লকডাউন শুরু হতেই বাড়িওয়ালা চাপ দিতে থাকেন বাধ্য হয়ে ঘর বেঁধেছেন জঙ্গলে। আবার কবে স্বাভাবিক হবে সবকিছু, কাজকর্ম জুটবে সেই আশাতেই রয়েছে তারক ও তারকের পরিবারটি।