কাটোয়ার ননগর গ্রামের প্রতীক্ষালয়ে ঢুকে পরল ডাম্পার।
কাটোয়া বোলপুর রাজ্য সড়কে নিত্যদিনই অবাধে যাতায়াত করে ডাম্পার।প্রত্যেকটি ডাম্পার থাকে ওভারলোডিং।বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ কাটোয়ার ননগর গ্রামের একটি যাত্রী প্রতীক্ষালয়ে হঠাৎই দুটো ডাম্পার ওভারটেকিং করতে গিয়ে একটি নাম্বারে স্টিয়ারিং কেটে যায়।যার কারণেই এই দুর্ঘটনা।এই ঘটনা ঘটার পর আতঙ্কিত এলাকাবাসী।তড়িঘড়ি ইলেকট্রিকের ঢালাই পোস্ট দিয়ে স্থানীয় বাসিন্দারা একটি বাম্পার নির্মাণ করেন।এলাকাবাসীদের অভিযোগ,ওভারলোডিং ডাম্পারগুলো বেপরোয়াভাবে যাতায়াত করে।প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।এলাকাবাসীদের দাবি,ওই স্থানে একটি স্থায়ীভাবে বাম্পারের প্রয়োজন।এই ঘটনার জেরে প্রায় ঘন্টা খানেক অবরুদ্ধ থাকে কাটোয়া বোলপুর রাজ্য সড়ক।দুপুর থাকায় প্রতীক্ষালয়ে কেউ না থাকায় ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচল এলাকাবাসী।