কাটোয়া ,বোলপুর রাজ্য সড়ক অবরোধ করলো বিল্লেশ্বর স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা এবং বিল্লেস্বরের গ্রামবাসীরা।
দুদিনের অল্প বৃষ্টিতেই চরকি থেকে বিল্লেশ্বর গ্রাম পর্যন্ত রাস্তা, কাদায় ভর্তি। যাতায়াতের সমস্যা হচ্ছে। সকাল ১১ টা থেকে অবরোধ করায় অবরুদ্ধ হয়ে পড়েছে কাটোয়া থেকে বোলপুর যাওয়ার রাজ্য সড়ক। সমস্যায় সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।আজ সকাল ১১ টা নাগাদ কাটোয়া থেকে বোলপুর যাওয়ার রাজ্য সড়কের উপর চড়কি ব্রিজের কাছে অবরোধ করে বিল্ডেশ্বর গ্রামের স্কুলের ছাত্র-ছাত্রী ও স্কুলের শিক্ষকেরা এবং গ্রামবাসীরা। অভিযোগ গত বছর বন্যার পর থেকে চরকি থেকে বিলেশ্বরের রাস্তায় বেহাল অবস্থা। গত দুদিনের অল্প বৃষ্টিতেই প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা পুরোপুরি কাদায় ও জলে ভর্তি হয়ে যাওয়ায় স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে সমস্যায় পড়েছেন পাশাপাশি শিক্ষকেরাও স্কুলে যেতে সমস্যায় পড়েছেন। শুধু তাই নয় গ্রামবাসীরা গ্রাম থেকে বেরোতেই পারছেন না কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে যাওয়ারও সমস্যা হচ্ছে।
