কাট মানির দাবিতে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ
কাট মানির দাবিতে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল যুবক সভাপতির সহযোগীদের বিরুদ্ধে। ঘটনার বিচার চেয়ে জেলা স্কুল পরিদর্শক এর চেয়ারম্যান ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক ও থানার দারস্ত হয়েছেন ওই প্রধান শিক্ষক। উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার পাটকেল পোতা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। আহত প্রধান শিক্ষকের নাম সুকুমার সরদার। অভিযুক্তের নাম আশরাফুল মন্ডল। আশরাফুল স্থানীয় আসারু গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি গিয়াস উদ্দিন মন্ডলের সহযোগী বলে পরিচিত।
প্রধান শিক্ষক জানিয়েছেন,
সোমবার বিকেলে শিক্ষক বাড়ি ফেরার সময় আশরাফুল কয়েকজন লোকজন নিয়ে তাকে ঘিরে ধরে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে৷ অভিযোগ স্কুলে বিল্ডিং তৈরীর কাট মানি চায়। দিতে অস্বীকার করায় শিক্ষককে রাস্তায় ফেলে বেধরক মারধর করে৷অন্যান্য শিক্ষক ও সুকুমার বাবুর পরিবারের লোকেরা তাকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন।
কাট মানির অভিযোগ অস্বীকার করে যুব সভাপতি গিয়াস উদ্দিন বাবু বলেন” খুব নিম্নমানের মালপত্র দিয়ে কাজ হচ্ছিল স্কুলে। এলাকার মানুষ প্রতিবাদ করেছিল৷ সে সময় তাকে একজন ধাক্কা দিয়েছিল৷ পরে ক্ষমা চেয়ে মিটিয়ে নেয়া হয়েছে।