জানা গেছে পারিবারিক বিবাদের জেরে মেয়ের চোখের সামনে বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগে মৃতের তিন ভাইকে আমৃত্যু কারাদণ্ড দিল লালবাগের প্রথম দ্রুত নিষ্পত্তি আদালত। উল্লেখ্য, ২০১৭ সালের ১০ ই মার্চ মুর্শিদাবাদ থানার কাপাসডাঙ্গা গ্রামে আসামী সফিরুল শেখ, জফিরুল শেখ এবং মফিরুল শেখ তিন ভাই মিলে তাঁদের বড় ভাই রসমদ্দিন শেখকে হাঁসুয়া-ভোজালি দিয়ে কুপিয়ে খুন করে।মুর্শিদাবাদ থানায় ঐদিন সন্ধ্যায় মৃতের স্ত্রী ফুলসুরা বিবি অভিযোগ দায়ের করেন তারপরই দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ। পরে আরও একজনকে গ্রেফতার করা হয়। দেড় বছর জেল হেফাজতে থাকার পর অভিযুক্ত তিন ভাই জামিনে মুক্ত হয়। অন্যদিকে বিচার প্রক্রিয়ায় ১৪ জনের সাক্ষী পেশ করা হয়।
জানা যায় সরকারি পক্ষের আইনজীবী এবং বিচারক ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগ এবং ৩৪ ধারায় সম্মিলিত কার্যকলাপের অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করে। বিচারক তিন ভাইকে আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন লালবাগ প্রথম দ্রুত নিষ্পত্তি আদালতের বিচারক শুভদীপ বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 14 =