কামারহাটিতে সিপিআইএম প্রার্থী গৃহবন্দি, পাশে দাঁড়ালেন মদন মিত্র।
গৃহবন্দী হয়ে প্রচার করতে পারছেন না সিপিআইএম প্রার্থী।এই কথা শোনার পরই বিধায়ক মদন মিত্র সরাসরি তার বাড়িতে হাজির হলেন।আশ্বাস দিলেন তাকে নির্ভয়ে প্রচার করার।কামারহাটি পুরসভার ৪নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী শিক্ষক আসলাম আলি।ভোট প্রচারে বেরোলেই শাসক দলের কর্মীরা নাকি তাকে ভয় দেখাচ্ছে এবং প্রাণে মারার হুমকি দিচ্ছে এমনটাই অভিযোগ সিপিআইএম প্রার্থীর।এছাড়াও পোস্টার,ব্যানার, ফেস্টুন ছিড়ে দেওয়া হচ্ছে।ভয়ে এলাকায় ভোট প্রচার তো দুরের কথা,আপতত দুদিন ধরে গৃহ বন্দি আসলাম আলি।কিভাবে ভোটের দিন ভোট হবে সেটাই এখন তার কাছে বড় প্রশ্ন।শোনার পরই কামারহাটির বিধায়ক মদন মিত্র নিজেই ছুটে যান ওই CPIM প্রার্থী আসলাম আলির কাছে।তাকে আশ্বাস দেন “নিশ্চিন্তে প্রচার করুন মদন মিত্র সাথে আছে,আপনার পাশে আছে।তৃণমূলের কোন কর্মী কিছু করলে আমাকে জানান।”
তবে মদন মিত্রকে কাছে পেয়ে এবং পাশে পেয়ে খুশি CPIM প্রার্থী শিক্ষক আসলাম আলি।সরাসরি তার বাড়িতে এসেই এমন খোদ বিরোধী দলের ডাকসাইটে নেতা তার বাড়িতে চলে আসবে এই কথা তিনি ভাবতেই পারছেন না।
তবে এই রাজনৈতিক সৌজন্যতা ২৭ ফেব্রুয়ারী ভোটের দিন কতটা ফলপ্রসু হয়,সেটাই এখন প্রশ্ন।