কারখানার শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

কারখানার শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

কারখানার শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনা বাঁকুড়ার বড়জোড়া এলাকার ঘুটগোড়িয়ায় একটি কারখানার। শুক্রবার সকালে ওই কারখানার শ্রমিকদের মেসের মধ্য থেকে উদ্ধার হয় ঝুলন্ত শ্রমিকের মৃতদেহ। খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ জানিয়েছে মৃত শ্রমিকের নাম বিনয় শীট (২০)। বাড়ি সোনামুখী থানার কুলডাঙ্গা গ্রামে। পরিবার সুত্রে জানা গেছে প্রায় ছয় মাস ধরে বড়জোড়ার ঘুটগোড়িয়া এইচ পি ইস্পাত প্রাইভেট লিমিটেড নামে একটি কারখানার ঠিকাদার সংস্থার অধীনে কাজ করত বিনয় শীট নামে ওই যুবক। বেশ কিছুদিন আগে বাড়ি এসেছিল সে। শুক্রবার সকালে কারখানার শ্রমিকদের মেসের মধ্যে ফ্যানের সাথে গলায় গামছা জড়ানো বিনয় শীট নামে ওই শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে বড়জোড়া থানার পুলিশ। মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে। ঘটনার তদন্তে শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তবে ময়নাতদন্তের পরে জানা যাবে মৃত্যুর সঠিক কারন। এদিকে মৃতের পরিবার খুনের অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। যদিও এই ঘটনায় মৃত শ্রমিকের পরিবারের তরফ থেকে শুক্রবার দুপুর পর্য্যন্ত বড়জোড়া থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 11 =