কার্টুন দেখানোর নাম করে ডেকে নিয়ে তিন শিশু ছাত্রীকে যৌন হেনস্থা।
ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে মঙ্গলবার কালনা আদালতে পাঠাল পূর্বস্থলী থানা পুলিশ।ঘটনাটি গত রবিবারের।ছাতনীর বৈষ্ণবতলা এলাকায় একটি মন্দিরে সৌমিত্র রাই নামের ওই যুবক ,তিন ছাত্রীকে কার্টুন দেখাবো বলে ডেকে নিয়ে যায়। দুজন দ্বিতীয় শ্রেণি এবং একজন পঞ্চম শ্রেণির ছাত্রী।এরপর যৌন হেনস্থা করে ওই যুবক অভিযোগ নির্যাতিতা ছাত্রীদের পরিবারের।গতকাল ওই যুবক ফের তাঁদের ডাকলে পুরো ঘটনা পরিবারকে জানায় নির্যাতিতা ছাত্রীরা।এরপরই সোমবার রাতে পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পূর্বস্থলী থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে মঙ্গলবার কালনা আদালতে পাঠায়।