কালনায় তৃণমূল পরিচালিত শ্রমিক ইউনিয়নের ৭৮ লক্ষ টাকার তছরূপের অভিযোগ
কালনায় তৃণমূল পরিচালিত শ্রমিক ইউনিয়নের ৭৮ লক্ষ টাকার তছরূপের অভিযোগ, কমিটির সদস্যদের বিরুদ্ধে। এই নিয়ে ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। নতুন করে শ্রমিকদের নিয়ে কমিটি গঠন করে দেয় কালনা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি।
বেশ কয়েকদিন আগে থেকেই কালনা তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ২৪ তারিখ সাধারণ সভা হবে। গত ২৪ তারিখ সাধারণ সভা চলাকালীন শ্রমিকরা বিগত দিনের হিসেব চায় কমিটিতে থাকা কোষাধ্যক্ষ ও সভাপতির কাছে। সেই হিসেব দিতে পারেনা শ্রমিক সংগঠনের কোষাধক্ষ্য ও সভাপতি। অভিযোগ ৭৮ লক্ষ টাকা তছরুপ করেছে এই কমিটির চারজন।
শ্রমিকদের আরো অভিযোগ এই ঘটনাটি আগে এলাকার বিধায়ক দেবপ্রসাদ বাগ জানানো হলে তিনি বলেন , ওই টাকার ওদেরকে দিতে হবে না ওই টাকা মুকুব করে দেয়া হলো।
তৃণমূল শ্রমিক সংগঠনের শ্রমিকদের দাবি, তাদের এই সংগঠনের টাকা এইভাবে তছরুপ কেন হবে। এই নিয়ে বচসা, ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে।
ঘটনার খবর যায় কালনা থানায় সঙ্গে সঙ্গে আসে কালনা থানার পুলিশ এবং এই ঘটনায় একজনকে আটকও করা হয়।
কালনা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, তপন পড়েলের উপস্থিতিতে নতুন কমিটি গড়ে দেয়ার পর পরিস্থিতি আয়ত্তে আসে।
তবে শ্রমিকদের প্রশ্ন থেকেই যাচ্ছে তাদের সেই ৭৮ লক্ষ টাকার কি হবে?