কালনায় ভাগ চাষী আত্মহত্যা।
ভাগ চাষে মুনাফা না পাওয়ায় স্ত্রীর সাথে বচসা, তার জন্যে এই আত্মহত্যা বলে দাবি পরিবারের।ঘটনাটি, কালনা মহাকুমার সুলতানপুর পঞ্চায়েতের কাশেমপুর গ্রামের।কাশিমপুর এলাকায় ঠিকে নিয়ে আলু চাষ করে আলু চাষে ক্ষতি, পাওনাদারদের চাপে পড়ে স্ত্রীর সাথে অশান্তি আর যার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ভাগচাষী। শুক্রবার কালনা মহকুমা হসপিটালে হল ময়নাতদন্ত।মৃত ওই ব্যক্তির নাম বাপি পোড়েল (২৭)বাড়ি সুলতানপুর পঞ্চায়েতের কাশেমপুর এলাকায়। দু বিঘাজমি ঠিকা নিয়ে আলু চাষ করেছিলেন ।তবে এ বছর আলু হয়নি কিন্তু পাওনাদারদেরা চাপ দিচ্ছিল টাকার জন্য, এই নিয়ে স্ত্রীর সাথে অশান্তি হয়, এরপরই ঘরে ঢুকে গতকাল গলায় দড়ি দিয়ে দেয় । শুক্রবার কালনা মহকুমা হসপিটালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। পরিবারের আত্মীয়দের দাবি চাষে লস কারণেই আত্মঘাতী হয়েছে ওই ব্যক্তি।