কালনার পঞ্চম শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্নপত্রে পার্শ্ব শিক্ষকদের বেতন নিয়ে প্রশ্ন! বিতর্কের মুখে এক পার্শ্বশিক্ষক।

কালনা মহকুমার সমুদ্রগড় উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্নপত্রে পার্শ্ব শিক্ষকদের বেতন নিয়ে প্রশ্ন!বিতর্কের মুখে এক পার্শ্বশিক্ষক।সমুদ্রগড় উচ্চবিদ্যালয়ের পার্শ্বশিক্ষক বংশীলাল বাগ স্কুলের প্রথম সেমিস্টারে পঞ্চম শ্রেণির ছাত্রদের পরীক্ষার প্রশ্নপত্রে একটি প্রশ্ন করেছিলেন,” একজন পার্শ্বশিক্ষক তার ৩ মাসের আয় দিয়ে দু মাসের সংসার চালান,তাঁর মাসিক আয় ১২ হাজার টাকা হলে ওনাকে সংসার চালাতে বছরে কত টাকা ধার করতে হয়?”আর এই প্রশ্নপত্রে এই প্রশ্ন আসতেই সৃষ্টি হয়েছে বিতর্ক!রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন,দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পার্শ্ব শিক্ষকদের দুরাবস্থা নিয়ে তিনি ছাত্রদের প্রশ্নের মাধ্যমে সুপ্ত প্রতিবাদ করেছেন তিনি।যদিও ওই পার্শ্বশিক্ষক এটিকে প্রতিবাদ মানতে নারাজ।তিনি পুরো বিষয়টি জনগণ যেভাবে নেবেন সেই ভাবের উপরই ছেড়ে দিয়েছেন।তাঁর সোজা জবাব,তিনি একটি ছাত্রদের উদ্দেশ্যে আর পাঁচটা প্রশ্নের মতো একটি স্বাভাবিক প্রশ্ন করেছিলেন।যদিও এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মুখ খুলতে নারাজ।তবে ওই স্কুলেরই পার্শ্ব শিক্ষকদের একাংশ তাঁদের কম বেতন নিয়ে ওই শিক্ষকের পাশে দাঁড়িয়েছেন।স্বভাবতই এমন ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ওই পার্শ্ব শিক্ষকের পাশে দাঁড়িয়েছেন বহু জনেরই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =