এই করোনা মহামারিতেও চারিদিকে ফুটে উঠছে অমানবিক চিত্র।চারিদিকে যখন অক্সিজেনের হাহাকার,এরই মধ্যে অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে অক্সিজেন মজুত করে কালোবাজারি করার অভিযোগ উঠলো কালনায়।গোপন সূত্রে খবর পেয়ে কালনা থানার পুলিশ ইতিমধ্যেই তিন অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করে।অভিযুক্ত তিন ব্যাক্তির বাড়িতে হানা দিয়ে ৭টি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ওই তিন ব্যাক্তি বেআইনিভাবে ওই সিলিন্ডারগুলি চড়া দামে বিক্রি করার জন্য মজুত করেছিল।কালনা থানায় ইতিমধ্যেই ওই তিন ব্যাক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।সমীর হাজরা,কোমল ঘোষ,চিন্ময় রায়কে নামে ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।এই তিন জন অ্যাম্বুলেসের চালক কালনা সুপার স্পেশালিটি হসপিটালের সামনে অ্যাম্বুলেস নিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতো।এদিন তাদের কালনা আদালতে তোলা হবে।অভিযুক্তদের সাত দিনের জন্যে পুলিশ হেপাজতে চেয়েছে কালনা থানার পুলিশ।ওই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ যাতে আরো তথ্য জানা যায়।
Home জেলা