পারিবারিক জমি বিবাদের জেরে এক ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহের কালিয়াচক ১ নং ব্লকের সুলতানগঞ্জ এলাকায়। জখম গুলিবিদ্ধ যুবকের নাম নাজিমুল হক (৩৫)। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযুক্তরা হলেন, কালু শেখ, সফিকুল ইসলাম, আনিকুল শেখ সহ বেশ কয়েকজন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নাজিমুল হক পেশায় একজন লিচু ব্যবসায়ী। গতকাল সন্ধ্যায় মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন হঠাৎ সে সময় কেউ বা কারা কালিয়াচক এক নাম্বার পঞ্চায়েত অফিসের সামনে তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। তার মাথায় এবং পায়ে গুলি লাগলে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী। আর এই ঘটনাকে কিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।