কালিয়াচক গুলি কান্ডে পুলিশের জালে আটক এক তৃণমূল কর্মী। তৃণমূল কর্মীকে আটক করেছে কালিয়াচক থানার পুলিশ। দুলাল কাণ্ডের রেশ কাটার আগে আজ সকালে ফের মালদায় শ্যুট আউট। রাস্তার উদ্বোধনে গিয়ে তৃণমূল কর্মীর উপর এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যাচ্ছে গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি এবং আরও এক তৃণমূল কর্মী। অন্যদিকে গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় আর এক তৃণমূল কর্মীর। রক্তাক্ত অবস্থায় আহতদের ইতিমধ্যেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ১২ দিনের মাথায় ফের শ্যুট আউট মালদায়। ইতিমধ্যেই এই ঘটনায় এক জন তৃণমূল কর্মীকে আটক করেছে কালিয়াচক থানার পুলিশ।