কালীপুজোর গভীর রাতে তারস্বরে মাইক বাজানোয় জেলা পুলিশের সতর্কতা অভিযান তমলুক শহরে।

কালীপুজোর গভীর রাতে তারস্বরে মাইক বাজানোয় জেলা পুলিশের সতর্কতা অভিযান তমলুক শহরে।

রাজ্য সরকারের নির্দেশ মেনে জেলা প্রশাসন কালীপুজোর আগে পুজো উদ্যোক্তা ও মাইক ওনার অ্যাসোসিয়েশনকে জানিয়ে দেওয়া হয়েছিল কোনভাবেই রাত দশটার পরে মাইক বাজানো যাবে না। সবাই প্রশাসনের সঙ্গে সহমত পোষণ করেছিলেন। কিন্তু কালীপুজোর দিন রাত্রে দেখা গেল কার্যত উল্টো চিত্র। রাত যতই বাড়ছে মাইক পূজামণ্ডপগুলোতে বেজেই চলেছে। তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাসের নেতৃত্বে পূজা মণ্ডপগুলোতে অভিযান চালানো হয় গভীর রাতে। তমলুক থানা থেকে বিশাল পুলিশবাহিনী মোটরসাইকেলে করে তমলুক শহরের বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে সতর্ক করেন। কোনভাবেই রাত্রি দশটার পরে মাইক বাজানো যাবে না এমনটাই নির্দেশ দেন তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস। এরপরেও যদি নির্দেশ না মানা হয় সেক্ষেত্রে পুলিশ প্রশাসন আইনত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =