আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ হয়ে তা শনিবার পরিণত হবে গভীর নিম্নচাপে।
সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই নিম্নচাপ। আবহাওয়া দফতরের নির্দেশ মত ইতিমধ্যে ঝরখালী কোস্টাল থানার উদ্দোগে নদীর উপকূলবর্তী মানুষজন থেকে শুরু করে মৎসজীবীদের উদ্দশ্যে সতর্কবাতা দিতে মাইকিং করা শুরু হয়েছে।