কালীপুজোর সকালে পুলিশি অভিযান,প্রচুর শব্দবাজি আটক, গ্রেফতার ১।
গত ৪৮ ঘণ্টায় দিবারাত্র পুলিশি অভিযানে চালিয়ে ১ কুইন্টাল শব্দবাজি সহ গ্রেফতার ৪ জন। বসিরহাট পুলিশ জেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে পুলিশ অভিযান চালাচ্ছে।বসিরহাট থানার ১০ নম্বর ওয়ার্ডের হারাধন কুন্ডু নামে এক বাজি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।উদ্ধার হয়েছে ৬০ কেজি নিষিদ্ধ শব্দবাজি। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। এই নিয়ে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। বসিরহাটের জেলার পুলিশ সুপার জবি থমাসকে, আইসি সুরিন্দর সিং এর নেতৃত্বে একদল পুলিশ নিষিদ্ধ শব্দবাজির অভিযানে প্রচার চালাচ্ছে। অন্যদিকে বিভিন্ন এলাকা থেকে শব্দবাজি উদ্ধার হয়েছে গ্রেপ্তার হয়েছে মোট চারজন।দীপাবলি পর্যন্ত লাগাতার এই অভিযান চলবে বলে পুলিশ আধিকারিকরা। ধৃত বাজি ব্যবসায়ী হারাধন কুন্ডুকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।