কালীপুজোয় কোনো ধরনের বাজি পোড়ানো যাবে না,স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের।
কোনও ধরনের বাজি পোড়ানো যাবে না।যদিও কিছু দিন আগে পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর ক্ষেত্রে কিছুক্ষণের জন্য ছাড় দিয়েছিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্যদ।কিন্তু শুক্রবার কলকাতা হাইকোর্ট নতুন করে নির্দেশিকা জারি করে জানায়, পরিবেশ বান্ধব বাজি চিহ্নিত করার কোনও উপায় পুলিশের কাছে নেই।পুলিশের পক্ষে বাজি চিহ্নিত করা অসম্ভব। করোনা প্রতিদিন বাড়ছে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের সমস্যা বাড়তে পারে।শুধু কালীপূজা নয়, ছটপূজা, গুরুনানকের জন্মদিন, বড়দিনেও বাজি নিষিদ্ধ করল আদালত।বাজির ক্রয় বিক্রয়ের ওপরও নিষেধাজ্ঞা রাখা হয়েছে।পুলিশকে এই বিষয়ে কড়া হতে আদেশ দিয়েছে হাইকোর্ট।
আদালতের পূর্ব নির্দেশিকা অনুযায়ী, দীপাবলিতে ২ ঘণ্টার জন্য পরিবেশবান্ধব বাজি পোড়ানোতে ছাড় দেয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।ছাড় দেওয়া হয় পরিবেশ বান্ধব বাজিই বিক্রির ক্ষেত্রেও।তবে এবার সেই নির্দেশিকা বাতিল করল কলকাতা হাইকোর্ট।অন্য সব ধরনের বাজির বিক্রি ও তার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। করোনা আবহে দূষণের আশঙ্কার কথা ভেবেই এমন নির্দেশ আদালতের।